আমিরাত সফরে ইসরাইলের প্রেসিডেন্ট, নিন্দা জানালো হামাস

0
104

ইহুদিবাদী ইসরাইলের প্রেসিডেন্ট ইসাক হারজগের সংযুক্ত আরব আমিরাত সফরের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনি জনগণের ওপর বর্বর হত্যাযজ্ঞ ও নির্যাতন অব্যাহত রাখার পরেও সংযুক্ত আরব আমিরাত ইসরাইলের প্রেসিডেন্টকে আবুধাবি সফরের অনুমতি দিয়েছে।

হামাস সতর্ক করে বলেছেন, ইসরাইলি কর্মকর্তাদেরকে এভাবে আরবদেশগুলো সফরের সুযোগ দেয়া হলে ইহুদিবাদীরা ফিলিস্তিনি জনগণের ওপর আরো বেশি অপরাধযযজ্ঞ চালাবে।

গতকাল (রোববার) সকালে হারজগ সস্ত্রীক আবুধাবি পৌঁছান। ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার এক বছর পর তিনি এই সফরে গেলেন। হারজগের বিমান সৌদি আরবের আকাশ দিয়ে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করে।

আবুধাবির উদ্দেশ্যে ইসরাইল ছাড়ার আগে প্রেসিডেন্ট হারজগ বলেন, আমিরাত সফরের সময় তিনি দেশটির যুবরাজ জায়েদ আল-নাহিয়ানসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

সৌদি আকাশসীমা দিয়ে বিমান করে আসার সময় হারজগ সাংবাদিকদের বলেন, “সত্যিই এটি খুব উৎসাহব্যঞ্জক সময়।”

আমিরাত সফরের সময় তার দুবাই এক্সপেতেও উপস্থিত হওয়ার কথা রয়েছে। পার্সটুডে