অমিক্রনের প্রভাব থেকে সুরক্ষায় থাকতে ইয়াস ব্লাড ব্যাংক বরিশালের সচেতনতা কার্যক্রম

0
94

ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াস এর অঙ্গ সংগঠন ইয়াস ব্লাড ব্যাংক বরিশাল জেলার সদস্যরা ২৬শে জানুয়ারী সকাল ১০ ঘটিকায় বিএম কলেজ এলাকায় মাস্ক বিতরণ ও করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন বিষয়ে সচেতনতা কার্যক্রম করেন।

এসময় উপস্থিত ছিলেন ইয়াস ব্লাড ব্যাংকের সাবেক আহবায়ক রনি চন্দ্র, প্রশিক্ষণ সম্পাদক সুমি আক্তার। আরো উপস্থিত ছিলেন ইয়াস ব্লাড ব্যাংক বরিশাল জেলার সদস্য ইয়াছিন ইসলাম মুন, গোলাম রাব্বি, তানজিলা আক্তার, রনি ও হামীম সহ অন্যান্য সদস্যরা।

তারা বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ থেকে শুরু করে নথুল্লাবাদ হয়ে হাতেম আলী কলেজ চৌমাথায় ২০০ এর অধিক মানুষকে মাস্ক বিতরণ ও সচেতন বার্তা পৌঁছে দেন।

উক্ত কার্যক্রমে ইয়াস ব্লাড ব্যাংক এর সাবেক আহবায়ক রনি চন্দ্র তার বক্তব্যে বলেন আমরা জানি করোনার নতুন ভ্যারিয়েন্ট মারাত্বক আকার ধারন করতে যাচ্ছে। যার ফলে অতি দ্রুতই করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। তাই, আমাদের এখনি সচেতন থাকা প্রয়োজন। এ কারনেই আমরা বিনামূল্যে মাস্ক বিতরণের মাঝে সচেতনতার বার্তা পৌছে দেওয়া চেষ্টা করছি।