ঈশ্বরগঞ্জে হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী বিতরণ

0
90

মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ‘কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল’ কর্মসূচির আওতায় নির্বাচিত উপকারভোগীদের চলমান স্বাস্থ্যসেবা আরও জোরদার করার লক্ষ্যে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে মহিলা অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় অনুষ্ঠিত এ হেলথ ক্যাম্পে শতাধিক জন নারীকে চিকিৎসা সামগ্রী দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কমান্ডার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ হাফিজা জেসমিন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোহাম্মদ নূরুল হুদা খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ফয়সাল আহমেদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। মায়ের স্বাস্থ্য ভালো না থাকলে শিশুর স্বাস্থ্য ভালো হয় না। সুস্থ ও সবল মা অর্থ সুস্থ সবল জাতি। তাই মায়েদের স্বাস্থ্য সুরক্ষা করতে সবাইকে আরও সচেতন হতে হবে।শেষে উপকারভোগী মায়েদেরে মাঝে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী বিতরণ করা হয়।