বিনোদন

করোনায় আক্রান্ত নায়িকা শাবনাজ

নব্বই দশকের ঢাকাই সিনেমার অন্যতম নায়িকা শাবনাজ করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার (২২ জানুয়ারি) পরীক্ষা করা হলে তার দেহে করোনা ধরা পড়ে বলে জানিয়েছেন তার স্বামী চিত্রনায়ক নাঈম।

তিনি বলেন, ‌শাবনাজ এখন বাসাতেই আছে। গতকাল জ্বর ছিল। সন্দেহ হলে পরীক্ষা করাই৷ ফলাফল আসে করোনা পজিটিভ। বাসায় থেকেই তার চিকিৎসা চলছে। শাবনাজের জন্য দোয়া চেয়েছেন নাঈম।

নাঈম এক ফেসবুক বার্তায় সবাইকে সাবধানতা অবলম্বন করে মাস্ক ব্যবহার করার অনুরোধও জানিয়েছেন।

প্রসঙ্গত, ১৯৯১ সালের ৪ অক্টোবর ‘চাঁদনী’ সিনেমা দিয়ে বড় পর্দায় জুটি হিসেবে আসেন নাঈম-শাবনাজ। এরপর বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছেন তারা৷ একসঙ্গে কাজ করতে গিয়েই তারা প্রেম ও বিয়ে করেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button