মুশফিকের ‘মুকুট’ কেড়ে নিলেন তামিম

0
104

বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসর শুরুর আগে টুর্নামেন্টটির ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন মুশফিকুর রহিম। আসর শেষেও এই মুকুট নিজের মাথায় রাখার চ্যালেঞ্জের কথা জানিয়েছিলেন খুলনা টাইগার্সের অধিনায়ক।

তবে আসরের দ্বিতীয় ম্যাচেই মুকুট হাতছাড়া হয়ে গেলো মুশফিকের। যা এখন দখলে নিয়েছেন মিনিস্টার ঢাকার তারকা ওপেনার তামিম ইকবাল। পরপর দুই ম্যাচে ফিফটি হাঁকিয়ে বিপিএল ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেছেন তামিম।

শুক্রবার আসরের উদ্বোধনী ম্যাচে মুশফিকের খুলনার বিপক্ষে ৪২ বলে ৫১ রান করেছিলেন তামিম। সেই ম্যাচে মুশফিকের ব্যাট থেকে আসে মাত্র ৬ রান। ফলে মুশফিকের সঙ্গে রানের ব্যবধান নেমে আসে মাত্র ৯ রানে। যা সহজেই টপকে যান ঢাকার ওপেনার।

আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৪৫ বলে ৫২ রান করেছেন তামিম। ফলে এখন বিপিএল ক্যারিয়ারে তার সংগ্রহ ৭১ ইনিংসে ২৩২৩ রান। দুই নম্বরে থাকা মুশফিকের নামের পাশে রয়েছে ৮২ ইনিংসের ২২৮০ রান। হয়তো পরের ম্যাচেই ৪৪ রান করে তামিমকে টপকে যেতে পারেন মুশফিক।

বিপিএল ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক

১/ তামিম ইকবাল – ৭১ ইনিংসে ২৩২৩ রান, সর্বোচ্চ ১৪১*
২/ মুশফিকুর রহিম – ৮২ ইনিংসে ২২৮০ রান, সর্বোচ্চ ৯৮*
৩/ মাহমুদউল্লাহ – ৮০ ইনিংসে ১৮৬১ রান, সর্বোচ্চ ৬২
৪/ ইমরুল কায়েস – ৮১ ইনিংসে ১৭৮৪ রান, সর্বোচ্চ ৬৭*
৫/ সাব্বির রহমান – ৭৯ ইনিংসে ১৬৩৮ রান, সর্বোচ্চ ১২২