চট্টগ্রামে হাজার ছাড়িয়েছে করোনায় আক্রান্ত

0
86

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩ হাজার ৮০টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ১৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনায় মৃত্যু হয়েছে ১ জনের। চট্টগ্রামে ইতিমধ্যে ৭ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩. ০১ শতাংশ । প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে চট্টগ্রামের আক্রান্তের সংখ্যা।

শুক্রবার (২১ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্ত ৮০৭ জন মহানগরীতে ও ২১৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে এই পর্যন্ত ১ লাখ ৯ হাজার ৩৯৩ জন আক্রান্ত হয়েছে।১ হাজার ৩৪৩ জনের মৃত্যু হয়েছে। দিনদিন চট্টগ্রামে আক্রান্তের হার বেড়েই চলছে। স্বাস্থ্যবিধি কোনভাবেই মানছেনা চট্টগ্রামের জনগণ। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চট্টগ্রামের পর্যটন স্পটগুলোতে এখনো ভিড় করতে দেখা যাচ্ছে।

গণপরিবহন শপিংমল পর্যটন স্পট কোথাও স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছেনা। চট্টগ্রামে অর্ধেকেরও বেশি মানুষ মাস্ক ব্যবহার করতেছে না। যারা হাসপাতালে আছেন তারাও মাস্ক ব্যবহার করতেছেন না।