জয়ে ফিরল ম্যানইউ

0
98

ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাতে দুই ম্যাচ পর জয়ের দেখা পেল প্রতিযোগিতার সফলতম দলটি। এই জয়ে পয়েন্ট টেবিলের সাতে উঠলো রাফ রাংনিকের দল।

বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে ম্যাচটি ৩-১ গোলে জিতেছে ইউনাইটেড। অ্যান্থনি ইয়েলাংয়ার গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ম্যাসন গ্রিনউড। বদলি নেমে দলের তৃতীয় গোলটি করেন মার্কাস র‌্যাশফোর্ড।

প্রথমার্ধ্ব গোলশূণ্য থাকলেও বিরতির পর জ্বলে উঠে রাফ রাংনিকের শিষ্যরা।

ম্যাচের ৫৫তম মিনিটে এলেঙ্গার গোলে লিড এবং গ্রিনউডের ৬২তম মিনিটের গোলে ব্যবধান ২-০ করে নেয় ম্যানইউ। ফের্নান্দেজের পাস ধরে ফাঁকা জালে বল পাঠাতে ভুল করেননি গ্রিনউড।

ম্যাচের ৭৭তম মিনিটে ব্যবধান ৩-০তে বাড়ায় রাশফোর্ড। ফের্নান্দেজের পাস ডি-বক্সে পেয়ে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন ২৪ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড।

৮৫তম মিনিটে ব্যবধান কমান আইভ্যান টনি। তবে বাকি সময়ে আর কোনো নাটকীয়তার জন্ম দিতে পারেনি ব্রেন্টফোর্ড।

২১ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ইউনাইটেড। ২২ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ কম খেলে লিভারপুল ৪৫ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। আর ২৩ পয়েন্ট নিয়ে ব্রেন্টফোর্ড ১৪ নম্বরে।

২৩ ম্যাচে চেলসির পয়েন্ট ৪৪। ২২ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড।

দিনের অপর ম্যাচে লেস্টার সিটির মাঠে রোমাঞ্চের জন্ম দিয়ে ৩-২ এর জয় নিয়ে ফিরলো টটেনহ্যাম। ডাকা’র ২৪ মিনিটের গোলে লিড নেয় লেস্টার। ৩৮ মিনিটে কেনের গোলে সমতায় ফেরে টটেনহ্যাম। ৭৬ মিনিটে মেডিসনের গোলে আবারও এগিয়ে যায় লেস্টার।

তবে, বের্গউইজেনের অতিরিক্ত সময়ের জোড়া গোলে জয় পায় টটেনহ্যাম।