জার্মানিতে ২৪ ঘণ্টায় এক লাখ ছাড়িয়েছে সংক্রমণ

0
87

জার্মানিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে সংক্রমণের লাগাম টেনে ধরতে আবারও নানা পদক্ষেপ নিচ্ছে দেশটি। খবর এএফপি’র। বুধবার দেশটির জনস্বাস্থ্য সংস্থার প্রকাশ করা উপাত্ত থেকে এ তথ্য জানা যায়।

রবার্ট কোচ ইনস্টিটিউট জানায়, ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক লাখ ১২ হাজার ৩২৩ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২৩৯ জনের মৃত্যু হয়েছে। সংস্থাটি আরও জানায়, এখানে নতুন করে প্রতি লাখে আক্রান্তের হার ৫৮৪.৪ জনে পৌঁছেছে।

এমন পরিস্থিতিতে সংক্রমণের লাগাম টেনে ধরতে আবারও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে জার্মানি। এসব পদক্ষেপের আওতায় যারা বুস্টার ডোজ গ্রহণ করেছেন, যারা ফুল ডোজ টিকা নিয়েছেন বা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছে কেবলমাত্র তাদেরই সীমিত পরিসরে বিভিন্ন বার ও রেস্তোরাঁয় প্রবেশের সুযোগ রাখা হয়েছে।

এছাড়া ১০ জনের বেশি মানুষ একত্রিত হওয়ার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে দেশটিতে। সাম্প্রতিক সময়ে জার্মানিতে করোনাভাইরাসে আক্রান্তের হার অনেক বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এদের অধিকাংশই ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন।