শাহজাদপুরে আইনজীবীদের আদালত বর্জনের আজ দ্বিতীয় দিন

0
102

মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর চৌকি কোর্টে ২য় দিনের মতো চলছে সকল আদালত বর্জন কর্মসুচী। আজ সকালে উপজেলার চৌকি আদালতে কর্মরত আইনজীবী ও আইনজীবী সহকারী স্বসেরেস্তায় আসলেও আদালতের সকল কার্যক্রম থেকে বিরত আছেন।

গত বৃহস্পতিবার সিরাজগঞ্জের আবুল কালাম নামের এক আইনজীবীর উপরে সিরাজগন্জ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট (১) আদালতের স্ট্যানোগ্রাফার মোঃ ইউসুফ আলী অতিরিক্ত ঘুষ দাবী করলে তা না দেওয়ায়, ইউসুফ আলী ও তার লোকজন আইনজীবীকে মারপিটের ঘটনা ঘটে । ওই সময় ঘটনাস্থল থেকে কামারখন্দ উপজেলার চর গাড়াবাড়ি গ্রামের মৃত নজাব মুন্সীর ছেলে মহির উদ্দিনকে আটক করা হয়।

এ ঘটনায় ওই দিনই আইনজীবী আবুল কালাম বাদী হয়ে মামলা দায়ের করেন। এ ঘটনার জের ধরেই শাহজাদপুর চৌকি আদালতের কার্যক্রম বন্ধ রেখেছে আইনজীবীরা। এ বিষয়ে শাহজাদপুর আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ ফজলুল হক জানিয়েছেন , সিরাজগঞ্জের জেলা আইনজীবীর সিদ্ধান্ত মোতাবেক কোর্ট বর্জন করেছি। পরবর্তী সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত আমাদের এ কোর্ট বর্জন অব্যাহত থাকবে।