সৌদি আরবে করোনায় আক্রান্তের সংখ্যা কিছুতেই কমছে না

0
87

গাজী আল মামুন, সৌদি আরব: বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মধ্যপ্রাচ্যের দেশ সৌদিআরবে কিছুতেই কমছে না! দেশটির সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন আক্রান্তের সংখ্যা কমানোর জন্যে। দীর্ঘ তিন মাস লকডাউন ছিল দেশটিতে। প্রতিদিন জনসাধারণকে সতর্ক করে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে মেসেজ দেওয়া হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য। কিন্তু কিছুতেই যেন কিছু হচ্ছে না একদিন আক্রান্তের সংখ্যা কমলেও পরের দিন আবার বেড়ে যাচ্ছে দেশটিতে।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন গত ২৪ ঘন্টায় ৩৯৩৩ জন নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার রেকর্ড করেছেন। সৌদি আরবে এখনো পর্যন্ত ১ লক্ষ ৭৪ হাজার ৫৭৭ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় আরও মৃত্যুবরণ করেছেন ৪৬ জন। এই নিয়ে মোট দেশটিতে মৃত্যুবরণ করেছেন ১৪৭৪ জন।

নতুন করে ২৫৮৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন, মোট সুস্থ হওয়ার সংখ্যা ১ লক্ষ ২০ হাজার ৪৭১ জন।

নতুন আক্রান্তের মধ্যে দাম্মাম, আল হুফুফ, আল মোবারাজ এবং খামিস মুশাইতে যথাক্রমে ৩৪৬, ৩৩২, ২৯৪ জন। যে সকল অঞ্চলে আগে তুলনামূলক আক্রান্তের সংখ্যা কম ছিল সেখানে নতুন করে বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যা। জানিয়েছেন সৌদি প্রেস এজেন্সি।