কৃষকদের কষ্ট লাঘবে কলেজ ছাত্রের উদ্ভাবন স্মার্ট হেলমেট

0
154
Exif_JPEG_420

ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ ছোট থেকেই বাবার সাথে জমিতে কাজ করেন কলেজ ছাত্র আবু সাঈদ। কাজ করতে গিয়ে নিজের অভিজ্ঞতা থেকে দেখেছেন রোদে কৃষকদের কাজ করার কষ্ট। সেই থেকে ইচ্ছে জাগে কৃষকদের এই কষ্ট লাঘবের। এই ইচ্ছে থেকে প্রখর রোদে ভোগান্তি ও কষ্ট লাঘবের জন্য আবু সাইদ উদ্ভাবন করেছেন স্মার্ট হেলমেট।

চাঁপাইনবাবগঞ্জে বিজ্ঞান মেলায় নবাবগঞ্জ সিটি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ একটি প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করেন। এইচএসসি পরীক্ষা সম্পন্ন করা ওই শিক্ষার্থী কৃষকদের জন্য স্মার্ট হেলমেট তৈরী করেছেন। বুধবার (১২ জানুয়ারী) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা হল রুমে ৪৩তম দুই দিন ব্যাপী বিজ্ঞান মেলায় এ প্রজেক্টের প্রদর্শনী করা হয়।
শিক্ষার্থী আবু সাঈদ জানান, গ্রীষ্মকালে প্রখর রোদ্রে কৃষকদের মাঠে কাজ করতে ভোগান্তি পোহাতে হয়। এ চিন্তা থেকেই আবু সাঈদ হেলমেট তৈরী করেছি। ৪ ভোল্টের একটি মোটর, পাখা, ব্যাটারি, সোলার প্যানেল, বৈদ্যুতিক তার, ও একটি লাইট। ওই হেলমেট তৈরীতে মোট ৬টি উপকরণ লাগবে।

ওই শিক্ষার্থী জানান, এখানে এমন কৃষি টেকনোলোজি ব্যবহার করা হয়েছে যে, কৃষক জমিতে কাজ করার সময় হেলমেটের ব্যবহারের মতো মাথায় পড়ে কাজ করতে পারবে। ফলে গ্রীষ্মকালে কৃষকরা ওই হেলমেটে ব্যবহার করা সোলার প্যানেলে বিদ্যুৎ সরবরাহ করায় পাখা থেকে হাওয়া/ বাতাস উপভোগ করতে পারবে। ফলে কৃষি কাজে বিঘ্ন ঘটবেনা। কৃষকরা সময় বাঁচানোর জন্যেও রাতে ওই লাইট দ্বারা কৃষিকাজ করতে পারবে।

ওই শিক্ষার্থী আরও বলেন, কৃষিকাজ করার সময় কোন কিছু তথ্যের দরকার হলে স্মার্ট ফোন দিয়ে গুগলে সার্চ দেয় কৃষকরা। হঠাৎ করে ওই কৃষকের কাছে থাকা মোবাইলটি চার্জ না থাকায় বন্ধ হয়ে গেলে, ওই খানে থাকা ইউএসবি পোর্ট থেকে ফোনে চার্জ করতে পারবে কৃষকরা।

শিক্ষার্থী আবু সাইদ এর আগে ভূমিকম্প চলার সময় এ্যালার্ম, পেট্রোল ও পানি দিয়ে আগুন উৎপন্ন করা, স্বল্প মূল্যে বিদুৎ উৎপাদনসহ বিভিন্ন সৃষ্টিশীল প্রযুক্তি উদ্ভাবন করেছে আবু সাইদ। উপজেলা পর্যায়ে এসব উদ্ভাবন দিয়ে বিভিন্ন পুরস্কার পেয়েছে সাঈদ।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান মুঠোফোনে বলেন, প্রান্তিক পর্যায় থেকে শিক্ষার্থীদের বিভিন্ন সৃষ্টিশীল আইডিয়া বা উদ্ভাবন বের করে আনায় এই বিজ্ঞান মেলার উদ্বোধন। এই মেলায় যারা ভালো করে বিভাগীয় বা জাতীয় পর্যায়ে সরকারের বিভিন্ন মন্ত্রনালয় থেকে তাদেরকে সহযোগিতা করা হয়। শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর পাশাপাশি দেশের বিভিন্ন উন্নয়নে ভূমিকা রাখে বিজ্ঞান মেলা।

উল্লেখ্য, উপজেলা পর্যায়ে ৪৩তম বিজ্ঞান মেলার সমাপনী হবে আগামীকাল (বৃহস্পতিবার)। মেলায় ১৮টি স্টল অংশগ্রহণ করছে।