জনগণ জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় আনতে আগ্রহী: জিএম কাদের

0
105

উত্তরবঙ্গের মানুষ হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলের পর থেকে উন্নয়নসহ নানা ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। তিনি বলেছেন, ‘আগামীতে জাতীয় পার্টির নেতৃত্বে সরকার গঠন করে অতীতের মতের অবসান ঘটানো হবে। জনগণ বাস্তবতা উপলব্ধি করে জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় আনার জন্য আগ্রহী।’

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরের দিকে ঢাকা থেকে লালমনিরহাট যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে নেমে নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, ‘বর্তমানে সরকারি উন্নয়ন ও ত্রাণ সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে উত্তরবঙ্গের মানুষ নানাভাবে বঞ্চিত। অথচ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলে সারা দেশে সমানভাবে কাজ করা হয়েছে। ফলে বাংলাদেশ অল্প সময়ে উন্নতির পথে এগিয়ে গেছে। কারণ তখন প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত ও উন্নয়নমুখী কার্যক্রম অব্যাহত ছিল। যা বর্তমানে নেই, বরং উন্নয়নের নামে লুটপাট চলছে।’

তিনি বলেন, ‘বর্তমানে জনগণ এরশাদ আমলের সেই উন্নয়নের সঙ্গে তুলনা করে জাতীয় পার্টির দিকে ঝুঁকেছে। তারা বাস্তবতা উপলব্ধি করে জাপাকেই আবার ক্ষমতায় আনার জন্য আগ্রহী। যার প্রমাণ- চলমান নানা কর্মসূচিতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।’

বিমানবন্দরে নামার পর তাকে ফুলেল শুভেচ্ছা জানান- জাতীয় পার্টির রংপুর মহানগর সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক ইয়াসিন হোসেন, নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের এমপি আহসান আদেলুর রহমান, নীলফামারী-৩ (জলঢাকা) আসনের এমপি মেজর (অব.) সোহেল মোহাম্মদ রানা, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রাকিব খান, সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টি সভাপতি সিদ্দিকুল আলম, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান ভুট্টু, আলতাফ হোসেন, জি এম কবির মিঠু প্রমুখ।