বাগেরহাটে ফুলকপি চাষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

0
84

সুব্র ঢালী, বাগেরহাট থেকেঃ বাগেরহাটের ফকিরহাটে উচ্চ মূল্যের ফসল ফুলকপি চাষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় এস.এ.সি.পি প্রকল্পের আওতায় এই কৃষক মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আজিজুর রহমান।

ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাতের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা কৃষিবিদ মো: মোতাহার হোসেন, ফকিরহাট কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহান প্রমুখ।

বক্তারা বলেন, প্রতিযোগীতামূলক বাজারে টিকে থাকতে হলে উচ্চ মূল্যের ফসল চাষের কোন বিকল্প নাই। ফুলকপি একটি উচ্চমূল্যের ফসল, সারা বছর বাজারে এটির চাহিদা থাকে। ফুলকপি চাষ করে অতি অল্প সময়ে চাষীরা ভাল অর্থ আয় করতে পারে। কৃষক মাঠ দিবসের অনুষ্ঠানে শ্যামবাগাত এলাকার কৃষক-কৃষানীরা উপস্থিত ছিলেন।