বিরল প্রজাতির নীলগাই উদ্ধার

0
104

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একটি পুরুষ নীলগাই ধরা পড়েছে। গতকাল শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার বৈরচুনা সীমান্তের দক্ষিন মাধবপুর চৌরাস্তায় জনতা গাইটিকে আটক করে। পরে বিজিবি সদস্যরা প্রাণিটিকে জনতার কাছ থেকে উদ্ধার বৈরচুনা ক্যাম্পে নিয়ে যায়।

বৈরচুনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক জানিয়েছেন, বিকেলে একটি পুরুষ নীলগাই ভারত থেকে বৈরচুনা ইউনিয়নের জগন্নাথপুর শালবন দিয়ে বাংলাদেশ এলাকায় ঢুকে পড়ে। জানতা গাইটিকে ধরার জন্য ধাওয়া করে। জনতার তাড়া খেয়ে প্রাণিটি দৌড়ে দক্ষিণ মাধবপুর চৌরাস্তায় আসলে লোকজন ঘিড়ে ফেলে। এক পর্যায়ে নীলগাইটিকে আটক করে রশি দিয়ে বেধে ফেলে জনতা। পরে খবর পেয়ে বিজিবির বৈরচুনা ক্যাম্পের সদস্যরা এসে নীলগাইটিকে জনতার হাত থেকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়। বর্তমানে নীলগাইটি ক্যাম্পে আটক রয়েছে।

বিজিবির বৈরচুনা ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার তুষার জানিয়েছেন, জনতার হাত থেকে একটি পুরুষ নীলগাই উদ্ধার করে ক্যাম্পে রাখা হয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।