সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ইয়াবা আটক

0
86

ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে পরিত্যক্ত অবস্থা ১০০০ পিস ইয়াবা আটক করে। গতকাল ০৫ জানুয়ারি ২০২২ তারিখ সন্ধ্যা ৮ টার সময় সোনামসজিদ বিওপির সুবেদার মোঃ হাফিজুর রহমান এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৪/২-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কয়লাবাড়ী নামক স্থান হতে মালিকবিহীন ১০০০ পিস ইয়াবা আটক করতে সক্ষম হয়। আটককৃত ইয়াবা এর আনুমানিক মূল্য-৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানয় এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।আটককৃত ইয়াবা এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন প্রক্রিয়াধীন।