প্রতিবন্ধী শিশুর পাশে দাঁড়ালেন কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত

0
109

রেজা আহাম্মেদ জয়ঃ রেডজোন এলাকাগুলোতে লকডাউন ঠিক ভাবে বাস্তবায়ন হচ্ছে কি-না তা দেখতে বের হন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত। এ সময় চৌড়হাস মোড়ে দাঁড়িয়ে তিনি পরিস্থিতি দেখছিলেন। এমন সময় হুইল চেয়ার বসা এক প্রতিবন্ধী শিশুকে নিয়ে ভিক্ষা করছিলেন এক অসহায় নারী। তাকে দেখে এগিয়ে যান পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত।

এ সময় পুলিশ সুপার ওই নারীর কাছে জানতে চান লকডাউনের ভিতর বাইরে বের হয়েছেন কেন ? অসহায় নারী তার প্রতিবন্ধী শিশুসহ পরিবারের করুন বিষয়টি তুলে ধরেন। সব শুনে পরম মমতায় পরিবারটির পাশে দাঁড়ান পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত। তিনি নিজ হাতে শিশুকে মাস্ক পরিয়ে দেন। এসময় নগদ অর্থ সহায়তা দিয়ে বাড়িতে থাকার আহবান জানান। একই সাথে কোন প্রয়োজন হলে যোগাযোগ করার কথা বলেন ওই নারীকে। পুলিশ সুপারের এ মানবিক কাজে খুশি হন স্থানীয়রা।

পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, অসহায় প্রতিবন্ধী শিশুকে নিয়ে এই লকডাউনের মধ্যেও এক নারী বের হন ভিক্ষা করতে। শিশুটিকে দেখে খুবই কষ্ট লেগেছে। তার পরিবারের করুন পরিস্থিতি শুনে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তাকে কয়েকদিনের খাবারের অর্থ দেয়া হয়েছে। পরিবারটি বাড়িতে থাকবে। প্রয়োজনে পরে আরো সহযোগিতা দেয়া হবে।