হিলিতে বই উৎসব পালিত

0
123

হিলি প্রতিনিধিঃ শিক্ষা বর্ষের প্রথম দিনে ও ইংরেজি নতুন বছরের শুরুতে সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালিত হয়েছে। আজ শনিবার সকাল ১১ টায় বাংলাহিলি ১ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক আনুষ্ঠানিক ভাবে স্কুললের ছাত্র ছাত্রীদের মাঝে। বই বিতরনের মাধ্য দিয়ে বই উৎসব উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন, এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ নূর-এ আলম

এবারে হাকিমপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের ৪৭টি স্কুলে ৭ হাজার ৩শ ও মাধ্যমিক ৩৫ টি স্কুলে ১ লাখ ৪৮ হাজার বই বিতরন করা হবে। শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে অতিথিরা বলেন, প্রতি বছরে জানুয়ারি মাসে ১ তারিকে বই বিতারণ উৎসব করে থাকি বর্তমান করোনা পরিস্থিতি কারণে উৎসব শব্দ“টি বাদ দিতে হয়েছে । তারপরেও আমাদের কমলমতি শিক্ষার্থীদের মনের যে উৎসব বছরে প্রথম দিনে নতুন বই হাতে নেয়া এই উৎসব আমরা থামাতে পারিনি। ছাত্র-ছাত্রী এসেছে তাই আমরা তাদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে।