চট্টগ্রামে বেড়েছে করোনা শনাক্ত

0
88

চট্টগ্রামে নতুন করে আরও ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। যদিও এ সংখ্যা গেল একদিনের তুলনায় কিছু বেশি। তবে সুখবর হচ্ছে এদিন করোনাভাইরাস আক্রান্তের মধ্যে কোন রোগীর মৃত্যু হয়নি। এনিয়ে গেল ১৫ দিন মৃত্যুহীন পার করলো চট্টগ্রাম।

বুধবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক কোভিড আপডেট তথ্যে এসব জানা গেছে।

তথ্য অনুসারে, চট্টগ্রামের সরকারি বেসরকারি ১১টি ল্যাবে সর্বোমোট ১ হাজার ৫৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় শূন্য দশমিক ৯৬ শতাংশ। নমুনা পরীক্ষায় ১৫ জনের ফলাফল পজিটিভ আসে। এদের ১১ জন নগরের আর ৪ উপজেলার বাসিন্দা।

এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ২ হাজার ৫৯৯ জনে এসে দাঁড়িয়েছে। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ২৩৭ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩৬২ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩২ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।