ভারী বৃষ্টিপাতে তিস্তার পানি আবারো বিপদসীমা ছুঁই ছুঁই

0
98

মোঃ ফরহাদ হোসাইন, নিজস্ব প্রতিবেদক: ভারী বর্ষণের সাথে উজান থেকে ধেয়ে আসা ঢলে তিস্তার নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা ছুঁই ছুঁই করছে।

বৃহস্পতিবার সন্ধা ৬টা পর্যন্ত নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত (বিপদসীমা ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার) হচ্ছিল বলে সূত্রে যানা গেছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পুর্বাভাস ও সতর্কী করণ কেন্দ্র সূত্রে যানা যায়, তিস্তা নদীর ডালিয়া ও তার পাশ্ববর্তী এলাকায় ২৪ ঘণ্টায় ১৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ দিন নীলফামারী জেলা সদরে ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডালিয়া শাখার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও পানি বৃদ্ধি অব্যাহত আছে। যে কোন সময় তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করতে পারে।

তিনি আরও বলেন, উজানে ও স্থানীয় এলাকায় প্রচুর বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।