বিপিএলের প্লেয়ার্স ড্রাফট দুপুরে

0
89

নানা প্রতিকূলতা শেষে অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হবে এবারের আসর। এর জন্য দল গোছানোর জন্য সোমবার (২৭ ডিসেম্বর) ভিন্ন লড়াইয়ে নামছে ফ্র্যাঞ্চাইজিগুলো। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দুপুর ১২টায় শুরু হবে প্লেয়ার্স ড্রাফট।

অটোচয়েজে একজন করে দেশি এবং তিনজন করে বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিলো। যদিও এ সুযোগ কাজে লাগিয়েছে কেবল খুলনা এবং সিলেটের ফ্রাঞ্চাইজি। তারা তিনজন করে বিদেশি খেলোয়াড় দলে ভিড়িয়েছে। এছাড়া আজকের ড্রাফট থেকে বাকি স্কোয়াড গড়ার সুযোগ পাবে এবারের আসরে অংশগ্রহণকারী ৬টি ফ্রাঞ্চাইজি।

জানা গেছে, ড্রাফট থেকে সর্বনিম্ন ৩ এবং সর্বোচ্চ ৮ জন বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগ পাবে দলগুলো। এছাড়া স্থানীয় ক্রিকেটারের হিসেবে দলগুলো নিতে পারবে ১০ থেকে ১৪ জন ক্রিকেটার। জানা গেছে, ঢাকার হয়ে খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া আগেই সিলেটে তাসকিন আহমেদ, বরিশালে সাকিব আল হাসান, কুমিল্লায় মুস্তাফিজুর রহমান ও খুলনায় মুশফিকুর রহিম, চট্টগ্রামে নাসুম আহমেদ।

ড্রাফটের আগে দলগুলোর অবস্থা

বরিশাল: দেশি -সাকিব আল হাসান। বিদেশি -মুজিব উর রহমান (আফগানিস্তান) ও দানুস্কা গুনাথিলাকা (শ্রীলঙ্কা)

চট্টগ্রাম: দেশি -নাসুম আহমেদ। বিদেশি – বেনি হাওয়েল (ইংল্যান্ড)

কুমিল্লা: দেশি -মুস্তাফিজুর রহমান। বিদেশি – এখনও কাউকে নেওয়া হয়নি।

ঢাকা: দেশি – মাহমুদউল্লাহ রিয়াদ। বিদেশি – নেই

সিলেট: দেশি – তাসকিন আহমেদ। বিদেশি – দীনেশ চান্ডিমাল (শ্রীলঙ্কা), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ)।