ঘোড়াঘাটে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

0
78
ঘোড়াঘাটে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং ঘোড়াঘাট উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বাস্তবায়নে স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও ২দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ এখলাস হোসেন সরকার। এছাড়াও বক্তব্য রাখেন ইনস্টিটিউট অব ন্যাশনাল এনালাইটিক্যাল রিসার্চ এন্ড সার্ভিস (আইএনএআরএস), বিসিএসআইআর এর চীফ সায়েন্টিফিক অফিসার ড. মোঃ সেলিম খান, প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. মোঃ মাহবুবুর রহমান, সিনিয়র সায়েন্টিফিক অফিসার মোঃ সাগিরুল ইসলাম, এএইচএম শফিউল ইসলাম মোল্লা জামাল ও ড. জামিলুর রহমান।

সেমিনার শেষে অতিথিরা স্থানীয় উপজেলা পরিষদ মাঠে ২দিনব্যাপী প্রদর্শনী মেলার স্টলে স্থানীয় ভাবে উদ্ভাবিত প্রযুক্তির বিভিন্ন আইটেম পরিদর্শন করেন।