করোনায় করনীয় এবং মাগুরাকে ভালোবাসা

0
148

করোনায় করনীয় এবং মাগুরাকে ভালোবাসা

লেখক : সাংবাদিক রবীন শরীফ
করোনা আমাদের মাঝে দুরত্ব এনে দিছে ঠিকই, দিয়েছে একার মতো বাচার শিক্ষা। তথাপি এটাও সত্যি এ থেকে একাকি লুকিয়ে মুক্তির উপায় নেই।

#যদি আপনার চারপাশ ভালো না থাকে বা যদি প্রতিবেশী বা নিজের বিচরনের ক্ষেত্রে কোথাও এসেই পড়ে, ঘরে বসেই সেই সুরক্ষা কোথায়.? তাই নিজের সাথে আশেপাশ রক্ষার বিষয়ও জরুরী।

#প্রিয় শহরবাসী..
করোনা আপনার আমার প্রানের শহরের প্রান কেন্দ্রে তার উপস্থিতি জানান দিছে.? সাবধান হউন সতর্ক হউন সাথে নিজ এলাকা ও প্রতিবেশির প্রতি সদয় দৃষ্টি দিন.. নয়তো তার সামান্য ভুলে আপনার জীবনও ঝুঁকির মুখে..
#সরকার ঘোষিত নিয়ম কানুন ও করোনা বিষয়ে করোনিয় সম্পর্কে অবহিত করুন। সমস্যা মনে হতেই সংশ্লিষ্টদের সহযোগিতা নিন।

“#আক্রান্ত হয়ে লুকিয়ে পালিয়ে বা আক্রান্তের পাশেই না বুঝে অবস্থান করে লুকিয়ে সুফল নেই। তাই নিজ নিজ এলাকার বাসিন্দারা নিজ অবস্থান থেকে পরস্পরের সহযোগিতায় এগিয়ে আসুন.. সবাই মিলে ভালো থাকুন, তবেই ভালো থাকবে দেশ…থাকবেন আপনি।”
#এই বিপর্যয়ের পরিস্থিতিতে সরকারের একার পক্ষে মোকাবেলা করা কঠিন, সে অপেক্ষায় ঝুকিপূর্ণ অবস্থায় পথ চেয়ে থাকার চেয়ে..নিজের দ্বায় কিছু তো নিন নিজেরাই.।

#শহর কেন্দ্রিক মাগুরার প্রতিটি এলাকায় কিছু স্বেচ্ছাসেবক প্রয়োজন যারা নিজ নিজ এলাকায় অবস্থান নিয়ে কাজ করতে ইচ্ছুক..সহযোগী যোদ্ধা।