রামপালে র‌্যাবের অভিযানে ডায়গনস্টিক সেন্টার ও দুই চিকিৎসককে জরিমানা

0
148

সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ- বাগেরহাটের রামপালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই চিকিৎসক ও এক ডায়গনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে ৷ বৃহস্পতিবার বাগেরহাট জেলা প্রশাসনের সহকারি কমিশনার আজিজুল কবির র‌্যাবের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ৷

জেলা প্রশাসন সূত্রে জানাযায়, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রামপাল উপজেলার ফয়লাহাট বাজারে অভিযান পরিচালনা করা হয় ৷ এ সময় অপরিচ্ছন্ন পরিবেশ, মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স ব্যাবহার করে ক্লিনিক পরিচালনার অপরাধে নিউ এ্যাপোলো ডায়গনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বেআইনীভাবে চিকিৎসা সেবা প্রদানের অপরাধে মেডিকেল এ্যাসিন্ট্যান্ট কামরুন নাহার মাহফুজা নামের এক নারীকে ১০ হাজার এবং মা মেডিকেল হলের প্রোপাইটর মেডিকেল এ্যাসিস্ট্যান্ট নারায়ন চন্দ্র মন্ডলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে নিউ এ্যাপোলো ডায়গনস্টিক সেন্টারের মালিক মোঃ মানছুর গা ঢাকা দেওয়ায় তার স্ত্রী হাবিবা সুলতানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ৷ র‌্যাবের অভিযানের সময় বাগেরহাট সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সুব্রত কুমার দাস উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক বাগেরহাট জেলা প্রশাসনের সহকারি কমিশনার আজিজুল কবির বলেন, ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৫২ ধারা মোতাবেক দুইজন চিকিৎসকে ৬০ হাজার টাকা এবং একটি ডায়গনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব-৬ এর কর্মকর্তা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, জন মানুষের সুস্বাস্থ্য রক্ষার জন্য র‌্যাব বদ্ধ পরিকর। এর অংশ হিসেবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামপাল উপজেলার ফয়লাহাট বাজারস্থ নিউ এ্যাপোলো ডায়গনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। সেখানে নানা অব্যবস্থাপনা ও লাইসেন্স না থাকার মত অপরাধ পাওয়া যায়। এছাড়া দুইজন চিকিৎসককে প্রতারণার আশ্রয় গ্রহন করে সেবা নিতে আসা রোগীদের ঠকানোর অপরাধ প্রমান পাওয়া যায়। এসব অপরাধে চিকিৎসক ও ডায়গনস্টিক সেন্টারকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। র‌্যাব-৬ এর এ ধরণের অভিযান অব্যাহত থাকবে ৷