ঢাকায় মাদকবিরোধী অভিযানে আটক ৫৫

0
104

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ অভিযানে ৫৫ জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে আজ বুধবার (২২ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

অভিযানে আটককৃতদের কাছ থেকে ১৫ হাজার ৪২১ পিস ইয়াবা, ১৪৬ গ্রাম ৩২২ পুরিয়া হেরোইন, ২৯ কেজি ৫২৩ গ্রাম গাঁজা, চার বোতল ফেনসিডিল ও ১০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।