মুরাদ হাসানের বিরুদ্ধে মাগুরা আদালতে মামলা

0
81

মতিন রহমান, মাগুরা সংবাদদাতা: বহিস্কৃত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান সহ দুইজনের বিরুদ্ধে মাগুরায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার মাগুরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট রোকনুজ্জামান খান সিনিয়র জুডিয়িাশাল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটি দায়ের করেন।

মামলায় বাদী এডভোকেট রোকনুজ্জামান খান অভিযোগ করেছেন, গত ১ ডিসেম্বর এক স্বাক্ষাতকারে ডাক্তার মুরাদ হাসান উদ্যেশ্যমূলকভাবে জিয়া পরিবার ও ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে অত্যন্ত কুরুচীপূর্ণ নারী বিদ্বেষী বক্তব্য দিয়েছেন। যা পরবর্তীতে মুরাদ হাসানের ভেরিফাইড ফেসবুক পেজে প্রচার করা হয়।

অন্যদিকে ডাক্তার মুরাদ হাসানের বক্তব্য ধারণ করে মহিউদ্দিন নামে এক ব্যক্তি ইউটিউবে আপলোড করেছেন। এই ঘটনাটি অশালীন মিথ্যাচার, নারী বিদ্বেষী ও নারীর প্রতি অবমাননামূলক বলে দাবির পাশাপাশি এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি মামলাটি দায়ের করেছেন বলে জানান মামলাটির বাদী এডভোকেট রোকনুজ্জামান খান। জবানবন্ধী গ্রহণ শেষে মামলাটির আদেশের জন্য আগামী ৪ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।