চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৮’শ গ্রাম হেরোইন উদ্ধার

0
89

ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবি সদ্যসরা পৃথক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৮ লাখ টাকা মূল্যের ৪’শ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। গতকাল শনিবার বিকেলে ও সন্ধ্যায় পৃথক সময়ে চকপাড়া বিওপির সোনামসজিদ বিওপি এলাকার পিরোজপুর ও তহাখানায় এ অভিযান চালায় বিজিবি সদস্যরা।

৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা জানান, সোনামসজিদ বিওপির হাবিলদার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল গতকাল শনিবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১৮৫/১-এস হতে আনুমানিক ১’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিরোজপুর নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় ৩’শ গ্রাম হেরোইন উদ্ধার করে।

যার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। অপরদিকে, সোনামসজিদ বিওপির নায়েক মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে অপর একটি টহল দল বিকাল ৪টার দিকে অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১৮৫ মেইন হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তহাখানা নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় ১’শ গ্রাম হেরোইন উদ্ধার করে।

যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা। তিনি আরো জানান, চোরাচালানরোধে সীমান্তে টহল জোরদার করার পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।