টেনিসে চ্যাম্পিয়ন রুবেল-সুস্মিতা

0
93

ম্যাক্স গ্রুপ এমএ জব্বার স্মৃতি টেনিস প্রতিযোগিতার পুরুষ বিভাগে মো. রুবেল হোসেন এবং নারী বিভাগে সুস্মিতা সেন চ্যাম্পিয়ন হয়েছেন। ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারের (ইআরসি) আয়োজনে শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কোর্টে পুরুষ এককের ফাইনালে এলিট টেনিস একাডেমী’র রুবেল ৬-১, ৭-৬ (২) গেমে লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেডের জুয়েলকে হারিয়ে শিরোপা জেতেন।

নারী এককে ঝালকাঠি টেনিস ক্লাবের সুস্মিতা সেন ৬-০, ৬-৪ গেমে প্রতিপক্ষ এলিট টেনিস একাডেমী’র মাশফিয়া আফরিনকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।

ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমপি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইআরসি’র নির্বাহী ভাইস-চেয়ারম্যান ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নূরুল হুদা, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এর সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন (শীবলু) ।

এসময় ইআরসি’র নির্বাহী ভাইস চেয়ারম্যান ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর, ইআরসি’র সাধারণ সম্পাদক, প্রকৌশলী খান আতাউর রহমান সান্টু, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক, মো. মাসুদ করিম, টুর্নামেন্ট ডাইরেক্টর প্রকৌশলী মো. ছানাউল হক বকুলসহ আইইবি-ইআরসি’র কর্মকর্তাবৃন্দ, খেলোয়াড়, দর্শক, আমন্ত্রিত বিশিষ্ট অতিথিবৃন্দ, মরহুম প্রকৌশলী এম. এ. জব্বার পরিবারের সদস্যবৃন্দ।