কমলগঞ্জে মহান বিজয় দিবস পালিত

0
79

আহমেদুজ্জামান,কমলগঞ্জ,মৌলভীবাজারঃ মৌলভীবাজারের কমলগঞ্জে নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার ভোর ৬টায় ৫০ বার তোপধ্বনির মাধ্যমে কমলগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ক্রীড়া সংগঠন পুষ্পার্পণ করে দিবসের কর্মসূচীর শুরু হয়।

পরে কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. রফিকুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের নেতৃত্বে ধলই চা বাগানে বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধ, কামুদপুর মুক্তিযোদ্ধা কবরস্থান ও শমশেরনগর বধ্যভূমিতে পুষ্পার্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ৯টায় কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শরীরচর্চ্চা, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বেলা ১টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবোরর সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহিদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

আলোচনায় অংশ নেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মুনিম তরফদার, কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব তরফদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নির্মল দাশ, জয়নাল আবেদীন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আজিজুর রহমান চৌধুরী, সদস্য সচিব মঞ্জুর আহমদ আজাদ মান্না প্রমুখ।

বিজয় দিবসে উপজেলার মণিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা,আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়।

এছাড়াও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে, উপজেলার ৯টি ইউনিয়নে রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনে নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করা হয়।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আজ (১৬ ডিসেম্বর) বিকালে প্রধানমন্ত্রী দেশব্যাপী শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।সারা দেশের ন্যায় কমলগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সাধারণ মানুষ জাতীয় পতাকা হাতে শপথ বাক্য পাঠ করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো.রফিকুর রহমান,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আশেকুল হক,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.এএসএম আজাদুর রহমান,পৌর মেয়র জুয়েল আহমেদ,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো.সিদ্দেক আলী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী,মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম,সহকারি কমিশনার(ভূমি)সুমাইয়া আক্তার,কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান,ওসি তদন্ত সোহেল রানা,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো.হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এড.মো.সানোয়ার হোসেনসহ সরকারী কর্মকর্তা, বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেসার মানুষ।