দেশজুড়ে

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

মতিন রহমান, মাগুরা প্রতিনিধি : মাগুরায় সকাল ৭ টায় শহরের নোমানী ময়দানে স্বাধীনতা স্তম্ভে সর্বস্তরের মানুষ ফুল দিয়ে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে বিজয় দিবস উদযাপনের কর্মসুচি শুরু হয়।

মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল শ্রদ্ধা নিবেদন করেন।

পরে জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, জাতীয় পার্টি, শিশু একাডেমি সহ জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

এছাড়া জেলার বিভিন্ন সামাজিক সংগঠন সকালে শহরে বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে শোভাযাত্রা বের করে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button