ভোলা ইউনানী কলেজে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

0
97

ভোলা প্রতিনিধি: আজ মহান বিজয় দিবস বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর)। এ বছর দিনটিতে বাঙালি জাতি বিজয়ের ৫০ বছর পূর্ণ করছে।

প্রতিবছরের ন্যায় মহান বিজয় দিবস উদযাপন কারেছে ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজ । উক্ত অনুষ্ঠানে ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজের সকল কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। এই কলেজের প্রাক্তন ছাত্র হাকীম মোঃ নুরুদ্দিন অনুষ্ঠানটি সঞ্চালন করেন।

অত্র কলেজের শিক্ষক প্রভাষক হাকীম মোঃ মহিউদ্দিন তার বক্তব্যে বলেন “বিজয় দিবস বাঙালি জাতির আত্মগৌরবের একটি দিন। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে বিশ্ব- মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন ও সার্বভৌম হানাদার মুক্ত বাংলাদেশ রাষ্ট্রের। ৩০ লাখ শহীদের আত্মদান আর দুই লাখ মা-বোনের ত্যাগ আর তিতিক্ষা এবং কোটি বাঙালির আত্মনিবেদন ও গৌরবগাঁথা গণবীরত্বে পরাধীনতার অভিশাপ থেকে মুক্তি পায় বাঙালি জাতি”।মহান বিজয় দিবস নিয়ে তিনি তাঁর সরচিত দুটি কবিতা আবৃত্তি করেন।
সিনিয়র প্রভাষক হাকীম মোঃ মনির হোসেন তার বক্তব্যে বলেন “বাঙালির অবিসংবাদিত নেতা ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতিকে মুক্তির আকাঙ্ক্ষায় উজ্জীবিত করে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের পথে এগিয়ে নিয়ে যান” ।

সিনিয়র প্রভাষক হাকীম মোঃ মোতাছিম বিল্লাহ তার বক্তব্যে বলেন “”পাকিস্তান রাষ্ট্রের শুরু থেকে বাঙালি জাতির ওপর শুরু হয় বৈষম্য, শোষণ, অত্যাচার নির্যাতন। পাকিস্তানের এই শোষণ বঞ্জনা আর অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে বাঙালি সোচ্চার হতে থাকে এবং ধাপে ধাপে পাকিস্তানের অত্যাচরের বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠতে থাকে। বাঙালির এই আন্দোলনের এক পর্যায়ে নেতৃত্বে আসেন শেখ মুজিবুর রহমান। বাঙালির এই আন্দোলনকে তিনি নেতৃত্ব দিয়ে স্বাধীনতা সংগ্রামে পরিণত করেন” । সমাপনী বক্তব্যে অত্র কলেজের অধ্যক্ষ এম রাজিউর রহমান বলেন ” ১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের হত্যা যজ্ঞে মেতে উঠলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন এবং শুরু হয় মহান মুক্তিযুদ্ধ।

বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে সর্বস্তরের বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধে পাকিস্তানি সামরিক বাহিনী পরাজয় মেনে নিতে বাধ্য হয়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) হানাদার পাকিস্তানি বাহিনী যৌথবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পৃথিবীর বুকে বাংলাদেশ নামে নতুন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে।

১৬ই ডিসেম্বর বীর বাঙালির বিজয় দিবস। এ বছর দিনটিতে বাঙালি জাতি বিজয়ের ৫০ বছর পূর্ণ করছে।
অনুষ্ঠানের সব শেষে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্যে অনুষ্ঠানটি সমাপ্ত করেন মুনাজাত দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন অত্র কলেজের প্রাক্তন ছাত্র হাকিম মোঃ মনসুর আহমেদ।