হরিপুরে মহান বিজয় দিবস পালিত

0
117

জসিম উদ্দিন ইতি, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: মহান বিজয় দিবস ১৬ডিসেম্বর জাতীর জীবনে এক সুমহান মর্যাদা ও সীমাহীন গৌরবের দিন। ১৯৭১ সালের এই দিনে বাঙ্গালী জাতি দীর্ঘ নয় মাস ধরে চলা মুক্তি সংগ্রাম শেষে চুরান্ত বিজয় লাভ করে।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় মহান মুক্তিযুদ্ধ ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা প্রশাসন এর আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়েছে। দিবসের কর্মসূচি অনুযায়ী সূর্য উদয়ের সাথে সাথে সৃতিসৌধে তোপধ্বনি ৩১ বার পুষ্পমাল্য স্তবক অর্পণ মাধ্যমে দিবসের সূচনা হয়।

কর্মসূচি অনুযায়ী আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসার ভিডিপি, স্কাউটিং, গালর্স গাইড, বি এখন সি সি ও ছাত্র/ছাত্রীদের সমাবেশ কুচকাওয়াজ ও ডিসপ্লে এবং ক্রীড়া অনুষ্ঠান, মিলাদ মাহফিল,
বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে