দিনাজপুর শিক্ষা বোর্ডে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন

0
77

শিমুল, দিনাজপুর প্রতিনিধিঃ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২১ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড দিনাজপুর এর আয়োজনে এবং দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সহযোগিতায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবসের সকল কার্যক্রম সম্পন্ন।

কর্মসূচির মধ্যে ছিল সকাল ৬ টা ৫০ মিনিটে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, সকাল ৮টায় শিক্ষাবোর্ড প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, সকাল সাড়ে ১০টায় শিক্ষাবোর্ড সভা কক্ষে আলোচনা সভা দোয়া ও বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে দিনের সকল কার্যক্রম সমাপ্তি করা হয়।

এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ কামরুল ইসলাম।

অনুষ্ঠানে পরীক্ষা নিয়ন্ত্রক ও মহান বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর মোঃ তোফাজ্জুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর মোঃ জহির উদ্দিন, কলেজ পরিদর্শক প্রফেসর ফারাজ উদ্দিন তালুকদার, বিদ্যালয় পরিদর্শক আবু হেনা মোস্তফা কামাল,উপ-সচিব ডঃ মোঃ আব্দুর রাজ্জাক, দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মোঃ মাসুদ আলম প্রমুখ।

আলোচনা সভায় দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ মওদুদ উল করিম বাবু এবং মীর শিরীন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম,সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজার রহমান রাজু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ গোলাম রাব্বানী, আমিনুল ইসলাম, মন্টু কুমার রায়, মোঃ রেজাউল করিম চৌধুরী, মোঃ মাহমুদুর রহমান প্রমূখ।আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন মোঃ মখলেছুর রহমান। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।