মির্জাগঞ্জে কৃষকদের বিনামুল্যে বীজ ও সার বিতরণ

0
95

মোঃ রনি খান, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ মির্জাগঞ্জ উপজেলায় রবি ২০২১- ২২ মৌসুমে গম,সরিষা,সূর্যমুখী, চিনাবাদাম, মুগ,খেসারী ও ভুট্টা ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি পুর্নবাসন সহায়তার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে৷

বুধবার (১৫ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী।

উদ্বোধনী অনুষ্ঠানে ১ বিঘা জমিতে কৃষকদের মাঝে গম ২০ কেজি সুর্যমুখী ২ কেজি চিনাবাদাম ১০ কেজি মুখডাল ৫ কেজি খেসারী ৮ কেজি ভুট্টা ২ কেজি সরিষা ১ কেজি করে দেওয়া হয়েছে। এবং ২ হাজার ৪৫ জনকে প্রণোদনা দেওয়া হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরাফাত হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন মৃর্ধা, পটুয়াখালী জেলা পরিষদের সদস্য মোঃ মহাসিন মৃর্ধা সহ উপজেলা বিভিন্ন অংঙ সংগঠনের নেতা কর্মী।