নওগাঁর মান্দায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাদক সেবী সাজ্জাদ মদব্য অবস্থায় আটক

0
159

মোঃ সুইট হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ জেলার মান্দা উপজেলার ৬ নং মৈনম ইউনিয়নে ভোলাবাজার নামক স্থানে মোঃ তাছির উদ্দীনের ছেলে সাজ্জাদ হোসেন (২৬) কে ছোলাই মদ খাওয়া অবস্থায় আটক করে মান্দা থানা পুলিশ। ভোলাবাজারের স্থানীয়রা জানায়, বহু দিন ধরে সে মাদক খেয়ে যাকে-তাকে হুমকি-ধামকিও দিয়ে থাকে।

এলাকার প্রভাবশালী নেতার আন্ডারে থাকার কারনে কেহই ভয়ে কিছু বলতে পারে না। তাকে ধরে নিয়ে যাওয়াতে এলাকার লোকজন খুশি হয়েছে বলেও জানায়। নাম না প্রকাশ করার শর্তে একজন দোকান্দার জানায়,সে তো প্রায় প্রতিদিনই এমন কাজ করে। এখন আবার দলীয় পদবী পেয়ে, মাত্রা দ্বীগুন হয়ে গেছে। এখন আমার নাম প্রকাশ করলে, পরবর্তীতে জামিন পেয়ে এসে, আমার বা আমাদের উপর আরো বেশী অত্যাচার,নির্যাতন করবে। মান্দা উপজেলা যুবলীগের সভাপতি খালিদ মোশারফ ও সাধারন সম্পাদক গৌতম কুমার মহন্তকে একাধিকবার ফোন করলে রিসিফ করে না।

নওগাঁ জেলা যুবলীগের সভাপতি মোঃ পিটু খান ও সাধারন সম্পাদক বিমান কুমার রায় মোবাইল ফোনে জানান, কোন মাদক সেবী আমাদের দলে থাকতে পারবে না। মাদক সেবী সাজ্জাদ আটকের প্রথম অবস্থায় পুলিশের সাথে অনেক তর্ক-বিতর্ক করে এবং স্থানীয় একজন নেতাকে মোবাইল ফোনে ডাক দেয়। নেতা এসে মাদক সেবীর পক্ষে সুপারিশ করলেও বিচক্ষন মান্দা থানা পুলিশ বলেন, মাদক সেবীর পক্ষে কোন সুপারিশ চলবে না, বলে তাকে আটক করে থানায় নিয়ে যায়। নেতারা থানায় গিয়েও বিভিন্ন ভাবে মাদক সেবীকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে।

কিন্তু মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাফ্ফর হোসেন সাহেব তাদের সাফ জানিয়ে দেয়, মাদক সেবী স্বীকার উক্তি দিয়েছে। তাকে ছাড়ার কোন প্রশ্নই উঠে না। মোবাইল ফোনে মান্দা থানার ওসি মোঃ মোজাফ্ফর হোসেন জানান, মাদক সেবী সাজ্জাদ হোসেনের নামে রেগুলার মামলা হয়েছে। তাকে হাজতে পাঠানোর প্রস্ততি চলছে।