দেশজুড়ে

যুবকরা আদর্শবান হলে দেশ আদর্শবান হবে: প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ

গোয়ালখালী মাদ্রাসা অডিটোরিয়ামে ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর ও জেলার ব্যবস্থাপনায় বিশেষ সাংগঠনিক সভা আজ শনিবার (২১ আগস্ট ) সকাল ৭ টায় চরমোনাই বার্ষিক মাহফিল ময়দানে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়েছে।

দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী যুব আন্দোলন-এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ বলেন, দেশ গড়তে যুবকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। যুবকরা আদর্শবান হলে দেশ আদর্শবান হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য সম্পাদক শেখ মুহাম্মাদ নূর-উন-নাবী।

তিনি তার বক্তব্যে বলেন, দেশের সকল সংকটে ইসলামী যুব আন্দোলন সব থেকে বেশি ভুমিকা পালন করতে হবে। কাজেই দেশের আগামীদিনে দেশের সকল সংকটে ও জনগনের কাঙ্ক্ষিত মুক্তির লক্ষ্যে সকল স্তরের দায়িত্বশীলদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে।

ইসলামী যুব আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী শওকত ওসমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ এর প্রকাশনা সম্পাদক কৃষিবিদ মুহাম্মাদ নাজমুল ইসলাম, উপ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মাদ আব্দুল্লাহ আল মামুন ও বিভিন্ন থানা নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button