ফুলবাড়ীতে জমিজমা সংক্রান্ত সমস্যা সমাধানে ভুমি অফিসে যোগাযোগ বিষয়ক সেমিনার

0
81

মোঃ আফজাল হোসেন,ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: ফুলবাড়ীতে জমিজমা সংক্রান্ত সমস্যা সমাধানে আদিবাসীদেরকে নিয়ে ভুমি অফিসে যোগাযোগ বিষয়ক এক সেমিনার অনুষ্টিত হয়।

দিনাজপুরের ফুলবাড়ীতে আজ বুধবার জমি-জমা সংক্রান্ত সমস্যা সমাধানে ভুমি অফিসে যোগাযোগ বিষয়ক সেমিনারে ৬টি ইউনিয়নের আদিবাসীদেরকে নিয়ে নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এনডিএফ) এর আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

আজ সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এনডিএফ) এর আয়োজনে সিবিও এবং এসজিও সদস্যবৃন্দদের কে নিয়ে উপজেলা সভা কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দিনাজপুর আঞ্চলিক আদিবাসী ফেডারেশনের সভাপতি মি:কলম্বাস মার্ডী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:রিয়াজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোছা: শামীমা আক্তার জাহান।

এর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন, দিনাজপুর জেলার এনডিএফ এর প্রশিক্ষণ কর্মকর্তা মো: মেসমাউল সরকার, সেমিনারের লক্ষ ও উদ্দেশ্য বর্ণনা করে বক্তব্য রাখেন এনডিএফ এর ঘোড়াঘাড় উপজেলার প্রোগ্রাম অফিসার মনোরঞ্জন সাহা, জমি-জমা সংক্রান্ত সমস্যা সমাধানে করনিয় বিষয়ে আইনজীবি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জজ কোর্টের এ্যাডভোকেট মো: রেয়াজুল ইসলাম রাজ। এ ছাড়াও উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা এনডিএফ এর ম্যানেজার নিকানোর বাস্কে।

আয়োজনে নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ,এনডিএফ (আইসিসিবি)। ৬টি ইউনিয়নের ৩ শতাধিক আদিবাসী এই সেমিনারে অংশগ্রহণ করেন। এ সময় প্রিন্ট ও ইলেক্ট্রক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।