ঈশ্বরগঞ্জে জাকাত ফাউন্ডেশনের খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

0
90

মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে হতদরিদ্র ৩০০ পরিবারের মাঝে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে হতদরিদ্র ৩০০ পরিবারের নিকট এক সাপ্তাহের খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ হাফিজা জেসমিন।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ লিটার তেল, ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ৫ টি সাবান, ১ বক্স মাস্ক।

ফাউন্ডেশনের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, বিত্তবানদের সহায়তা পেলে জরুরি খাদ্য সহায়তা কার্যক্রম চালু রাখবে জাকাত ফাউন্ডেশন। এ সময় তিনি বিপুল এই খাদ্যসামগ্রী হতদরিদ্রের হাতে পৌঁছে দেওয়ার জন্য যাকাত ফাউন্ডেশনের উর্ধতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ হাফিজ জেসমিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউল রহমান, জাকাত ফাউন্ডেশনের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান ও সেচ্ছাসেবক জাহাঙ্গীর আলম, মোঃ আলমগীর হোসেন এসময় উপস্থিত ছিলেন।