‘একমাত্র বোকারাই মনে করে নিষেধাজ্ঞা দিয়ে দুর্বল করা যাবে’


লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবল্লাহর নির্বাহী পরিষদের প্রধান হাশেম সাইফুদ্দিন বলেছেন, একমাত্র বোকারাই মনে করে নিষেধাজ্ঞা ও অবরোধ দিয়ে এই প্রতিরোধকামী সংগঠনটিকে দুর্বল করা যাবে।
রাজধানী বৈরুতের বাবলিয়ে এলাকায় গতকাল সন্ধ্যায় এক অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, “যদি কেউ মনে করে যে, অবরোধ ও নিষেধাজ্ঞা দিয়ে হিবুল্লাহকে দুর্বল করা যাবে তাহলে আমি তাদেরকে বলব- তোমরা নির্বোধ ও বোকা।”
হাশেম সাইফুদ্দিন বলেন, লোকজন ইতিহাস পড়ে না এবং তারা জানে না যে, “আমাদের শক্তির গোপন রহস্য হলো সর্বশক্তিমান আল্লাহর ওপর পরিপূর্ণ বিশ্বাস।”
বক্তৃতার এক পর্যায়ে সা্ফুদ্দিন বলেন, “যেসব ব্যক্তি লেবানন ও ইসরাইলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চক্রান্ত করছে তাদের জানা উচিত- এই প্রকল্প সফল হবে না এবং আমরা তা গ্রহণ করব না।” তিনি সুস্পষ্ট করে বলেন, শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখতেই হিজবুল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ।
সুত্রঃ পার্সটুডে।