আন্তর্জাতিক

‘একমাত্র বোকারাই মনে করে নিষেধাজ্ঞা দিয়ে দুর্বল করা যাবে’

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবল্লাহর নির্বাহী পরিষদের প্রধান হাশেম সাইফুদ্দিন বলেছেন, একমাত্র বোকারাই মনে করে নিষেধাজ্ঞা ও অবরোধ দিয়ে এই প্রতিরোধকামী সংগঠনটিকে দুর্বল করা যাবে।

রাজধানী বৈরুতের বাবলিয়ে এলাকায় গতকাল সন্ধ্যায় এক অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, “যদি কেউ মনে করে যে, অবরোধ ও নিষেধাজ্ঞা দিয়ে হিবুল্লাহকে দুর্বল করা যাবে তাহলে আমি তাদেরকে বলব- তোমরা নির্বোধ ও বোকা।”

হাশেম সাইফুদ্দিন বলেন, লোকজন ইতিহাস পড়ে না এবং তারা জানে না যে, “আমাদের শক্তির গোপন রহস্য হলো সর্বশক্তিমান আল্লাহর ওপর পরিপূর্ণ বিশ্বাস।”

বক্তৃতার এক পর্যায়ে সা্ফুদ্দিন বলেন, “যেসব ব্যক্তি লেবানন ও ইসরাইলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চক্রান্ত করছে তাদের জানা উচিত- এই প্রকল্প সফল হবে না এবং আমরা তা গ্রহণ করব না।” তিনি সুস্পষ্ট করে বলেন, শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখতেই হিজবুল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ।

সুত্রঃ পার্সটুডে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button