বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা শুরু হতে দেরি

0
303

মিরপুর টেস্টে গতকাল প্রথমদিন আলোর স্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার আগে বেশ ভালো অবস্থানে ছিল পাকিস্তান। তখন ৫৭ ওভারে ২ উইকেট হারিয়ে তাদের স্কোর ১৬১ রান। এর পরই খেলায় বিঘ্ন ঘটে। শেষ পর্যন্ত দিনের নির্ধারিত ৩৩ ওভার বাকি থাকতেই প্রথম দিনের সমাপ্তির ঘোষণা দিতে বাধ্য হন ম্যাচ রেফারি।

ফলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আজ (৫ ডিসেম্বর) দ্বিতীয় দিন আধ ঘণ্টা আগে খেলা মাঠে গড়াবে। কিন্তু সকাল থেকে বৃষ্টির প্রভাবে এখনো ম্যাচ শুরুর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এই রিপোর্ট লেখার সময় পিচ কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছে।

তার আগে প্রথমদিন মোট ৫৭ ওভার ব্যাট করেছে পাকিস্তান। প্রথম সেশনে তাদের দুটি উইকেট তুলে নিতে পেরেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় সেশনে উইকেট শূন্য স্বাগতিকরা। এরপর চা বিরতিতে যায় উভয় দল। বিরতির পর খেলা শুরু হলেও পরমুহূর্তেই আলোর স্বল্পতার কারণে বন্ধ হয়ে যায়। তার আগে ৩৬ রানে ব্যাট করছিলেন আজহার আলি ও ৬০ রানে অপরাজিত বাবর আজম। তারা আজ আবার ব্যাট করতে নামবেন।

বাংলাদেশের একমাত্র সফল বোলার স্পিনার তাইজুল ইসলাম। পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলি ও আবদুল্লাহ শফিক তার শিকার হয়েছেন।