দেশজুড়ে

পুঠিয়ায় আ’লীগের চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম ও রাজিবুল হক

পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলায় দুইটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামিলীগের চেয়ারম্যান প্রার্থী তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।

বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় আওয়ামিলীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নিশ্চিত হওয়া গেছে। নৌকা প্রতীক পেয়েছেন উপজেলার বেলপুকুর ইউনিয়নে মোঃ রাজিবুল হক ও বানেস্বর ইউনিয়নে আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ একই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৭ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ তারিখ ৯ ডিসেম্বর, আপিল ১০-১২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ১৩-১৪ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৫ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর এবং আগামী ৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button