বাতিঘর আদর্শ পাঠাগারে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

0
92

টাঙ্গাইল প্রতিনিধি : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার চৌরাকররা এলাকায় ‘বাতিঘর আদর্শ পাঠাগার’ এ প্রতিযোগিতার আয়োজন করে।

পাঠাগার প্রাঙ্গণে আয়োজিত “মুক্তিযুদ্ধ ও বিজয়ের আনন্দ” শীর্ষক এ অঙ্কন প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭ থেকে ১২ বছর বয়সের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করে ৩য় শ্রেণির শিক্ষার্থী ফওজিয়াহ্ হক জিনাত, দ্বিতীয় স্থান অধিকার করে ৫ম শ্রেণির শিক্ষার্থী শাহীন এবং তৃতীয় স্থান অধিকার করে ৫ম শ্রেণির শিক্ষার্থী আঁখি। পরে বিজয়ীদের মাঝে বিশেষ পুরস্কার এবং অংশগ্রহণকারী প্রত্যেককে বই ও সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিচারক ছিলেন টাঙ্গাইল সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম বাদল। আরও ছিলেন পাঠাগারের পাঠাগারের সভাপতি মো. খোদাবক্স , সহ-সভাপতি মো. শাহজাহানসহ প্রতিযোগীদের অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এসো বই পড়ি নিজেকে আলোকিত করি” স্লোগানকে সামনে রেখে ২০১০ সালের ২১ ফেব্রুয়ারি টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের চৌরাকররা গ্রামে প্রতিষ্ঠিত হয় “বাতিঘর আদর্শ পাঠাগার।