দেশজুড়ে

গোবিন্দগঞ্জে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অনুভব অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের আয়োজনে ৩০ তম আন্তর্জাতিক ও ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১১ টায় উক্ত বিদ্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে পৌরসভার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা প্রধান শিক্ষক ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন সাবেক সেনা সার্জন হেলাল উদ্দিন,মাহমুদবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোসলেমা বেগম, বধির সংঘের সাধারণ সম্পাদক মিঠু মিয়া, স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক আবু সাঈদ ও আরেফিন শিমুল। সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওলিউর রহমান প্রমুখ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button