তাহিরপুরে নারী নির্যাতন বিরোধী অরেঞ্জ ক্যাম্পেইন আলোচনা সভা ও র‍্যালী

0
81

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:: সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় নারী নির্যাতন বিরোধী অরেঞ্জ ক্যাম্পেই উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ( ১ ডিসেম্বর বুধবার) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬দিন ব্যাপী অরেঞ্জ ক্যাম্পেই এর প্রথম দিনেই একটি র‍্যালী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে উপজেলা সদরে প্রধান প্রধান রাস্তাগুলো প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,সুনামগঞ্জ ডিডিএলজি জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ডিএফ মোঃ নজরুল আলম,উপজেলা সহকারী ভূমি কমিশনার মোঃ আলাউদ্দীন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,উপজেলা প্রকৌশলী মোঃ ইকবাল কবির,উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ,উপজেলা কৃষি সম্প্রসারন কমকর্তা আবু মোঃ সালেহ উদ্দিন,উপজেলা নির্বাচন কমকর্তা মনজুর আলম,উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা শহীদুল ইসলাম,তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন,দক্ষিণ শ্রীপুর পরিষদ চেয়ারম্যান বিশ্বজিত,দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজহার আলী,সাংবাদিক আবুল কাশেম,রোকন উদ্দিন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

এসময় নারী নির্যাতন প্রতিরোধ কেন করতে হবে ও কি উপায়ে প্রতিরোধ করা সম্ভত তার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা তুলে ধরা হয় এবং নারী নির্যাতন প্রতিরোধে শপদ বাক্য পাঠ করানো হয় উপস্থিত সবাইকে।