মহাদেবপুরে নির্বাচনী আচরণবিধি ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

0
113

মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষে বুধবার সকাল সারে ১০ টা থেকে দুপুর সারে ১২ টা পর্যন্ত নির্বাচনী আচরণবিধি বিধি ও আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুুুষ্ঠিত হয়েছে।

মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান মিলন এর সভাপতিত্বে ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত সভায় মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ বলেন, আগামী ২৬ ডিসেম্বর দেশে চতুর্থ ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

তার মধ্যে মহাদেবপুর উপজেলা ও রয়েছে। এ নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে ঘিরে কোন রকম অপ্রীতিকর ঘটনা কারো প্রত্যাশা নয়। সবাইকে নির্বাচনের আচরণবিধি ও আইনশৃঙ্খলা মেনে চলার অনুরোধ করেন তিনি। যদি কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটে সেটা সাথে সাথে প্রশাসনকে জানানোর অনুরোধ করেন বক্তারা।

সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, মহাদেবপুর উপজেলার ১০ ইউনিয়নের ৫ জন সম্মানিত রিটার্নিং কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী, পুরুষ সদস্য প্রার্থীসহ সাংবাদিকবৃন্দ।