রাজনীতি

হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা সাজিদুর রহমান

আল্লামা নূরুল ইসলাম জিহাদীর মৃত্যুতে শূন্য হওয়া মহাসচিব পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পেয়েছেন হেফাজতের প্রথম যুগ্ম মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। সোমবার সন্ধ্যায় প্রয়াত মহাসচিব নুরুল ইসলাম জিহাদীর জানাজার আগে তাৎক্ষণিক এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে সাজিদুর রহমানকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয় বলে জানা গেছে।

মাওলানা সাজিদুর রহমান বর্তমানে হেফাজত ইসলাম ব্রাহ্মণবাড়িয়া শাখার আমিরের দায়িত্বও পালন করছেন। গত এপ্রিলে হেফাজতের সহিংসতাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় তাকে আসামি করে মামলার আবেদন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র. আ .ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

হেফাজতের বর্তমান প্রচার সম্পাদক মুহিউদ্দিন রাব্বানি জানান, নিয়ম অনুয়ায়ী সংগঠনের শূণ্য পদ পূরণ করতে তাৎক্ষণিকভাবে শুরা কমিটির বৈঠকে বসেছিলেন হেফাজত নেতারা। সংগঠনের সিনিয়র সদস্য হিসেবে সাজিদুর রহমানকেই সবাই মহাসচিবের দায়িত্ব নিতে অনুরোধ জানান।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button