মহম্মদপুরে প্রায় দেড় কি.মি. ভাংঙ্গারাস্তা মেরামতের উদ্যোগে কাজ করছে এলাকার তরুণরা

0
109

মতিন রহমান, মাগুরা সংবাদদাতা : মাগুরার মহম্মদপুরের বালিদিয়া গ্রামের বালিদিয়া দক্ষিনপাড়া বাজার থেকে শিকদার মোড় বাজার পর্যন্ত গ্রামের মধ্যদিয়ে প্রায় দেড় কি মি ইট সোলিং রাস্তায় দীর্ঘ দিন যাবৎ ভাঙ্গা-চুরা গর্তের সৃষ্টি হওয়ায় রাস্তাটি সংস্কারের উদ্দোগ নিয়েছে স্থানীয় তরুণ সমাজ। ওই এলাকার তরুণ ছাত্র আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে প্রায় ১৫-২০ জন তরুণ ছেলে এই কাজ শুরু করেছে। আজ শনিবার বালিদিয়া মধ্যপাড়া জামে মসজিদ পাড়ায় তারা একার্যক্রম শুরু করে।

দীর্ঘ দিন ধরে সংস্কারের অভাবে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে উঠেছিল রাস্তাটি। তাই বালিদিয়া গ্রামের মধ্যদিয়ে চলাচলে রাস্তা দিয়ে অনেক মানুষ চলাচল করে। জানা গেছে, বালিদিয়া বাজার,আছাদুজ্জামান কলেজ,বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়, শিকদারের মোড় বাজার,স্হানীয় মসজিদ সহ বিভিন্ন স্হানে যাতায়াতের জন্য রাস্তাটি ব্যবহার করা হয়।

এলাকাবাসী জানায়, মালবাহী ট্রাক, ভ্যান , নসিমনসহ অনেক রকম গাড়ি চলাচলাের কারনে রাস্তার বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়। তাই ওই এলাকার একদল তরুণ ছেলেরা মিলে এবার বর্ষার আগে তারা রাস্তাটি স্বেচ্ছায় বিনা পারিশ্রমিকে সংস্কারের উদ্দ্যোগ নেয় বলে জানায় আব্দুল্লাহ।