ধামরাইয়ে দুস্থদের মাঝে টিন ও শীতবস্ত্র বিতরণ


রনজিত কুমার পাল (বাবু) ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যাস্হাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত ১০৫ বান টিন ও এর সাথে প্রতি বান টিনের সাথে তিনশত টাকার চেক ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন স্হানীয় সাংসদ আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।
সোমবার (২৯শে নভেম্বর) সকালে ধামরাই উপজেলা পরিষদের ভবনের সামনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী এর সভাপতিত্বে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ হোসেন,ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সোহানা জেসমীন মুক্তা , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু প্রমূখ।
এ’সময় ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠানের প্রধান অতিথি স্হানীয় সাংসদ আলহাজ্ব বেনজীর আহমদ এমপি মহোদয় শতাধিক দুস্হদের মাঝে শীতবস্ত্র ( কম্বল) বিতরণ ও ১০ জন হতদরিদ্রদের মাঝে টিন ও অর্থের চেক বিতরন করে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে।
এ’সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন,আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুজ্জামান জানান – ১০৫ বান টিন এর সাথে প্রতি বান টিনের সাথে তিনশত টাকার চেক বিতরণ করা হবে। আজ ২৯ শে নভেম্বর সোমবার মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব বেনজীর আহমদ এমপি মহোদয় এসব ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন পরবর্তীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের তালিকা অনুযায়ী যার যার ইউনিয়নে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।