মুন্সীগঞ্জে সদর উপজেলা ও টঙ্গীবাড়ী উপজেলায় বেসরকারিভাবে বিজয়ী যারা

0
146

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার ৯ টি ইউনিয়নে ৫ টিতে নৌকা ৪ টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এছাড়াও টঙ্গীবাড়ী উপজেলার ১২ টি ইউনিয়নে ৬ টিতে নৌকা এবং ৬ টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

মুন্সীগঞ্জ সদর উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে যারা বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন,

১.চরকেওয়ার ইউনিয়নে মো: আফছার উদ্দিন ভূইয়া (নৌকা)

২. মোল্লাকান্দি ইউনিয়নে রিপন হোসেন পাটোয়ারি (নৌকা),

৩.বাংলাবাজার ইউনিয়নে মো.সোহরাব হোসেন পীর (নৌকা),

৪.শিলই ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থী মো: পারভেজ মৃধা ( আনারস),

৫.আধারা ইউনিয়নে মো. সোহরাব হোসেন বেপারি (নৌকা),

৬. মহাকালী ইউনিয়নে শহিদুল ইসলাম ঢালী ( নৌকা )

৭. বজ্রযোগনী ইউনিয়নে মো. তোতা মিয়া মুন্সী স্বতন্ত্রপ্রার্থী ( আনারস),

৮. পঞ্চসার ইউনিয়নে হাজী মোহাম্মদ গোলাম মোস্তফা ( আনারস) ,

৯. রামপাল ইউনিয়নে মো.বাচ্চু শেখ স্বতন্ত্র ( ঘোড়া)।

অপরদিকে টঙ্গীবাড়ী উপজেলার ১২টি ইউনিয়নে যারা বেরসকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন,

১. কামারখারা ইউনিয়নে মো. লুৎফর রহমান খুকু স্বতন্ত্রপ্রার্থী (আনারস),

২. কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নে আনিসুর রহমান (নৌকা),

৩.আব্দুল্লাপুর ইউনিয়নে মো: আব্দুর রহিম মিয়া (নৌকা ),

৪. বালিগাঁও ইউনিয়নে হাজী মো: দুলাল (নৌকা ),

৫.আড়িয়ল ইউনিয়নে মো: আব্দুল কাদির হাওলাদার স্বতন্ত্র ( আনারস),

৬.আউটশাহি ইউনিয়নে মো: সেকান্দার বেপারি (নৌকা) ,

৭. বেতকা ইউনিয়নে মো রোকুনুজ্জামান সিকদার রিগান স্বতন্ত্র (মোটর সাইকেল),

৮.ধীপুর ইউনিয়নে আক্তার হোসেন মোল্লা স্বতন্ত্র (আনারস ),

৯. দিঘীরপাড় ইউনিয়নে মো: আরিফুল ইসলাম হালদার (নৌকা),

১০.হাসাইল বানারী ইউনিয়নে মো. কামরুল ইসলাম স্বতন্ত্র (আনারস )

১১. যশলং ইউনিয়নে ইসমাইল হোসেন বাবু ( আনারস),

১২. সোনারং টংগীবাড়ী ইউনিয়নে মাঝি মো: বেলায়েত হোসেন (নৌকা) ।