কুষ্টিয়ায় তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবি-বিজয়ী হলেন যারা

0
96

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়নে তৃতীয় ধাপের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে বেসরকারি ভাবে ঘোষিত চুরান্ত ফলাফলে আওয়ামী লীগের দলীয় মনোনীত ৪ ইউপিতে নৌকা প্রতীক বিজয়ী। এবং ১০ ইউপিতে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিভিন্ন প্রতীকে বিজয়ী হয়েছে।

উল্লেখ্য, চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা, প্রাগপুর ইউনিয়নে আশরাফুল ইসলাম মুকুল মাষ্টার(নৌকা), রামকৃষ্ণপুর ইউনিয়নে সিরাজ মন্ডল(নৌকা), হোগলবাড়ীয়া ইউনিয়নে সেলিম চৌধুরী(নৌকা), দৌলতপুর ইউনিয়নে মহিউদ্দিন(নৌকা)।

মথুরাপুর ইউনিয়নে মনোয়ার কবির মিন্টু(আনারস), মরিচা ইউনিয়নে জাহিদুল ইসলাম জাহিদ(আনারস), আদাবাড়ীয়া ইউনিয়নে আব্দুল বাকী (আনারস),চিলমারী ইউনিয়নে ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান(মটর সাইকেল), রিফাইতপুর ইউনিয়নে আব্দুর রশিদ বাবলু(মটরসাইকেল), আড়িয়া ইউনিয়নে হেলাল উদ্দিন (মটর সাইকেল), ফিলিপনগর ইউনিয়নে নঈম উদ্দিন ছেন্টু(চশমা), পিয়ারপুর ইউনিয়নে সোহেল রানা বুলবুল(চশমা), খলিশাকুন্ডি ইউনিয়নে জুলমত হোসেন(ঘোড়া), বোয়ালিয়া ইউনিয়নে
খোয়াজ হোসেন মাষ্টার।

এদিকে ২৮নভেম্বর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে অনেক স্থানে জনগন তাদের ইচ্ছেমত প্রার্থীদের ভোট দিতে পারে নাই। অনেক ভোটারদের অভিযোগ ছিলো। ভোটকেন্দ্রে প্রবেশ করলে চেয়ারম্যান প্রার্থীকে ওপেন ভোট দিতে বলা হয়েছে ও মেম্বর প্রার্থীদের প্রতীক নিয়ে গোপন কক্ষে পাঠানো হয়।

এদিকে আড়িয়া ইউনিয়ন সূত্রে জানা যায়, একপর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপরদিকে অন্যান্য ইউনিয়নে মেম্বর পদপ্রার্থীর মধ্যে ছিলো টান টান উত্তেজনা। আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষনিক তদারকিতে ছিলেন।