৫ হাজার ২০০ কেজি জাটকা ইলিশ উদ্ধার করলো নৌ পুলিশ

0
123

জাতীয় মাছ ইলিশ রক্ষার্থে নৌ পুলিশ নিয়মিতভাবে বছরব্যাপী নিষিদ্ধ ঘোষিত জাটকা নিধন অভিযান পরিচালনা করে থাকে। এরই অংশ হিসেবে শনিবার বরিশাল থেকে ভোলাগামী একটি যাত্রীবাহী পরিবহন ও একটি ট্রাকে অভিযান চালিয়ে ৫ হাজার ২০০ কেজি জাটকা ইলিশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

নৌ পুলিশের ট্রেনিং, লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার সাথী রানী শর্মা ডিএমপি নিউজকে জানান, শনিবার (২৭ নভেম্বর, ২০২১) গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন স্যারের নেতৃত্বে বরিশাল সদর নৌ থানার অফিসার ইনচার্জ ও ফোর্সসহ বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ভোলাগামী একটি যাত্রীবাহী পরিবহন ও একটি ট্রাকে অভিযান চালিয়ে ৫ হাজার ২০০ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়।

তিনি বলেন, স্থানীয় এতিমখানা ও গরীব-দুঃখীদের মাঝে এসব জাটকা বিতরন করা হয়েছে।

দেশের প্রয়োজনীয় আমিষের চাহিদা পূরণ করে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জাতীয় মাছ ইলিশ। আর এই জাটকা নিধন বন্ধ করতে নৌ পুলিশ তাদের দায়িত্বধীন এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে থাকে। ডিএমপি নিউজ